• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

বিমানের সিনিয়র পাইলট ইশতিয়াকের আন্তর্জাতিক ‘আইসাসি’ সনদপত্র লাভ


প্রকাশিত: ৫:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

 

bimanএস রহমান : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের অন্যতম জেষ্ঠ্য বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন যুক্তরাষ্ট্র ভিত্তিক “ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফ্টি ইনভেস্টিগেটরস্ (আইসাসি)”র স্থায়ী সদস্যপদ লাভ করেছেন।

বিশ্বের এভিয়েশন নিরাপত্তা এবং বিমান দূর্ঘটনা রোধকরণ: বিশেষজ্ঞদের একমাত্র সংগঠন হিসাবে এই সংস্থাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। তিনিই প্রথম বাংলাদেশী যিনি এই সম্মানসূচক স্থায়ী সদস্য পদ লাভ করলেন।

ক্যাপেন্ট ইসতিয়াক হোসেন বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনার পাশাপাশি বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন “ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (ইফাআলপা)”র নির্বাচিত এশিয়া/পশ্চিম দেশ সমূহের আঞ্চলিক সহ-সভাপতি।

মন্ট্রিয়েল, কানাডা ভিত্তিক এই সংগঠনটি (ইফাআলপা) জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান “ইন্টারন্যাশনার সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)” এবং “ইন্টারন্যাশনার লেবার অর্গানাইজেশন (আইএলও)’র কর্মকান্ডের সাথে ওতপ্রতভাবে জড়িত। এছাড়াও তিনি “আন্তর্জাতিক সনদপ্রাপ্ত উড়োজাহাজ দূর্ঘটনা তদন্ত বিশেষজ্ঞ” এবং সেফটি অডিটর।