• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বিমানের লোকসান বাঁচাতে হজে অতিরিক্ত ফ্লাইটের অনুমতি সৌদির


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ২৪ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

বিশেষ প্রতিনিধি  :  ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজ যাত্রী পরিবহনে সৌদি আরব বাংলাদেশ বিমানকে 22অতিরিক্ত ১৫টি ফ্লাইট (স্লট) পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলের কারণে যে ৬ থেকে ৭ হাজার হজ যাত্রীর সৌদি যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল তা দুর হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সচিবালয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মতিউর রহমান বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬ হাজার ৫৯৮ জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবেন। ইতোমধ্যেই ৯২ হাজার ৫৬৮ জন হজ যাত্রীর ভিসা স্টেম্পিং হয়েছে। বাকিদের ভিসাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে কোটার অতিরিক্ত প্রায় ৪০ হাজার হজ যাত্রী অপেক্ষমান রয়েছেন। অতিরিক্ত কোটার জন্য সৌদি সরকারকে একাধিক ডিও দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

তবে কিছু এজেন্সি ক্ষতিগ্রস্থের নামে অতিতেও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে এবারও করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আমি পিছপা হব না। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল জলিল ও হাবের সভাপতি ইব্রাহিম বাহারসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা।