• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

বিমানের প্রথম ফিরতি ফ্লাইট আজ শেষ-হবে ১৭ অক্টোবর


প্রকাশিত: ৪:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

12

স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ্জ-ফ্লাইট আজ রাত ০৮:৪০ মিঃ এ হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে পোঁছবে। প্রথম ফ্লাইটে মোট ৪১৯ জন হাজী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ফিরতি হজ্ব-কার্যক্রম ১ মাস ধরে চলবে এবং এ কার্যক্রমের সর্বশেষ ফ্লাইটটি পরিচালিত হবে আগামী ১৭ অক্টোবর, ২০১৬। এ সময় সর্বমোট ৪৯,৫৪৫ জন হজ্ব-যাত্রী পবিত্র হজ্ব-পালন শেষে নিজভূমে ফিরে আসবেন।
মাসব্যাপী গৃহীত ফিরতি হজ্ব-ফ্লাইট কার্যক্রমের আওতায় ‘ডেডিকেটেড ও ‘শেড্যুল’ মিলিয়ে মোট ১৩৭টি ফ্লাইট পরিচালিত হবে। এ সময়ে জেদ্দা-চট্টগ্রাম ও জেদ্দা-সিলেট রুটে সরাসরি প্রয়োজনীয় সংখ্যক হজ্ব-ফ্লাইট পরিচালিত হবে।