• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

বিমানের টিকিট নিয়ে হজযাত্রীদের ভোগান্তি চলবে না: বিমান মন্ত্রী


প্রকাশিত: ১২:০৪ এএম, ২০ মার্চ ২৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৭ বার

বিশেষ প্রতিনিধি : বিমানের টিকিট নিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান।মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে আটাবের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন।

এসময় বিদেশগামী যাত্রীদের টিকিটিং খাতে অসাধু পন্থা প্রতিরোধে আইন মেনে ব্যবসার জন্য আটাব সদস্যদের প্রতি আহ্বানও জানান ফারুক খান।এছাড়া টিকিটিং খাতে আইনের ব্যত্যয় ঘটিয়ে যেসব অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। অন্যথায় জনগণ ভোগান্তিতে পড়লে সরকার ব্যবস্থা নেবে।আটাব নেতাদের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দেন বিমান মন্ত্রী।

অনুষ্ঠানে আটাবের সভাপতি আব্দুস সালাম আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম।