• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

বিমানের ঘরের গোল্ডস্মাগলার ওমর পাকরাও


প্রকাশিত: ৫:১৪ পিএম, ১৪ অক্টোবর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

biman gold omar-1.www.jatirkhantha.com.bdবিমানবন্দর প্রতিনিধি : অবশেষে বিমানের ঘরের স্মাগলার ওমর পাকরাও হয়েছে। সোনা পাচারের অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল (র.)

আটক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক ; এছাড়া আটক যাত্রী কাজী কামরুল ইসলাম
আটক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক ; এছাড়া আটক যাত্রী কাজী কামরুল ইসলাম

আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে বিমানবন্দরের বোর্ডির ব্রিজ এলাকে থেকে এই দুজনকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আটক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম ওমর ফারুক। এ ছাড়া আটক যাত্রী হলেন কাজী কামরুল ইসলাম। তিনি কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ ভোর সাড়ে ৪টায় ঢাকায় আসেন।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দরে সোনা চোরাচালান প্রতিহত করতে কঠোর নজরদারি রাখছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে বোর্ডিং ব্রিজে যাত্রী কামরুল ইসলামের সঙ্গে থাকা এক কেজি ২০০ গ্রাম সোনা বিমানকর্মী ওমর ফারুকের কাছে গোপনে হস্তান্তর করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

বিমান ও বিমানবন্দরকে কলুষমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।