বিমানের আনাড়ী পাইলটের কান্ড-
বিমান বন্দর প্রতিনিধি : বিমানের এক আনাড়ী পাইলটের কারনে এবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই পাইলট বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-১০ বিমানটি শাহজালালের রানওয়েতে পার্কিং করার সময় ৮ নম্বর বোর্ডিং ব্রিজে লাগিয়ে দেয়। এতে বিমানটি বোর্ডিং ব্রীজে উঠে বেশ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকাল পৌণে ৯টায় শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
বিমান প্রকৌশলী শমসের জাতিরকন্ঠ কে জানান, বিমানটি পার্কিং করার সময় ৮নম্বর বোর্ডিং ব্রীজে উঠে ক্ষতিগ্রস্ত হয়।সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের সময় শাহজালালের রানওয়েতে অবস্থান করা ডিমলাইনার-১০ বিমানটি রানওয়েতে পার্কিং করার সময় অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়। এর ফলে বিমানটি বোর্ডিং ব্রীজে উঠে গিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি মেরামতের জন্য হ্যাংগারে পাঠিয়ে দেয়া হয়েছে।