বিমানবালা কেবিনক্রুদের ফ্যাশন প্যারেড
বিশেষ প্রতিবেদক.ঢাকা: রাশিয়ায় এবারের ফ্যাশন শো’র রানওয়ে ধরে কোন কসমোপলিটন বা ভোগের জনপ্রিয় মডেলরা নন। বরং হেটে গেছেন মস্কোর দোমোদেদোভোর বিমানবন্দরের বিমানবালা ও কেবিন ক্রুরা।
রাশিয়ায় ফ্লাইট অ্যাটেনড্যান্ট দিবস উপলক্ষে নিজেদের ফ্যাশন সেন্সকে ঝালিয়ে নিতে বৃহস্পতিবার এই ফ্যাশন শো এর আয়োজন করা হয়। ৩০টি এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনড্যান্টরা বিভিন্ন ডিজাইনের ইউনিফর্ম পরে এই ক্যাটওয়াকে অংশ নেন। এই শো এর মাধ্যমে, বিমানবালাদের পোশাকের ফেব্রিক, রং ও ডিজাইন নির্বাচন করা হয়।
মডেলের ঢঙে ফ্লাইটের বিভিন্ন কাজ, যেমন ফোন ধরা থেকে শুরু থেকে যাত্রীদের সেবা দেয়ার বিষয়টিও ফুটে ওঠে এ আয়োজনে। এছাড়া মঞ্চে একেকটি ফ্লাইটের একেক ধরণের পোশাকের সমাগম হওয়ায় মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যায়।