বিমানবালার শেল্টারে ১০ কেজি সোনা
এয়ারপোর্ট প্রতিনিধি : এবার বিমানবালার শেল্টার থেকে মিলেছে ১০ কেজি সোনা। এসময় উড়োজাহাজের এক নারী ক্রুকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এই তথ্য জানান। বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, আটক সোনার বারের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশের আলমগীর হোসেন বলেন, বেসরকারি একটি উড়োজাহাজ ওমানের মাসকাট থেকে আজ বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। ফ্লাইটটির এক নারী ক্রু অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন এলাকা দিয়ে গাড়িতে উঠছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছে সোনার বারগুলো পাওয়া যায়। সোনার বার জব্দের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিমানবন্দর আর্মড পুলিশ।