• শনিবার , ১৯ অক্টোবর ২০২৪

বিপিএলে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার সাকিব রংপুরে-মুফফিক সিলেটে-তামিম চট্টগ্রামে-রিয়াদ বরিশালে-নাসির ঢাকায়


প্রকাশিত: ৬:০১ পিএম, ২২ অক্টোবর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮১ বার

bpl ikon-www.jatirkhantha.com.bdপ্রিয়া রহমান:    বিপিএলে বিশ্বের একনম্বর অলরাউন্ডার সাকিব কে দলে ভিড়িয়েছে রংপুর।মুফফিককে দলে ভিড়েয়েছেন সিলেট।তামিম চট্টগ্রামে।মাশরাফি কুমিল্লায়।রিয়াদ বরিশালে এবং রংপুরের ছেলে নাসির ঢাকায় দলভুক্ত হয়েছেন।

লটারিতেই ভাগ্য বদল হয়েছে।। তবে বিপিএলের আইকন প্লেয়ার বাছাইয়ে লটারি শেষেও হাসিটা সবচেয়ে চওড়া দেখা গেল রংপুর, চিটাগাং ও সিলেটেরই। যা চেয়েছিলেন, তা-ই যে পেলেন।

সাকিব আল হাসানকে নিজেদের দলে নিয়ে নিল রংপুর রাইডার্স। বর্তমান ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডারকে কে না দলে নিতে চাইবে? ভাগ্যের পরীক্ষায় সবার আগে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেয়ে একেবারে জায়গা মতো নিশানা ভেদ করল রংপুর।

সিলেট খুশি মুশফিককে পেয়ে। চিটাগাংয়ের হাসিটা তামিমকে নিতে পেরে। অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তারাই বললেন, সিলেট সুপারস্টার্স আগেই জানিয়ে রেখেছিল, মুশফিককেই তারা চায়। ভাগ্যের পরীক্ষায়ও শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ককেই পেল সিলেট।

ঘরের ছেলেকে ঘরেই রেখে দিল চিটাগাং ভাইকিংস। নন-আইকন প্লেয়ারদের মধ্যে নাফিস ইকবালকে নিয়েছিল দলটি, বোঝাই যাচ্ছিল তামিম ইকবালকেও চাইবে তারা। শেষ পর্যন্ত পূর্ণ হলো তাদের চাওয়াও।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিজেদের দলে নিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মাহমুদউল্লাহ রিয়াদ গেছেন বরিশাল বুলসে। ঢাকা ডায়নামাইটস দলভুক্ত করেছে নাসির হোসেনকে।

একনজরে বিপিএল খেলোয়াড়রা কে কোথায়:———-

ঢাকা ডাইনামাইটস : মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত।

বরিশাল বুলস : সাব্বির রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী

রংপুর রাইডার্স : সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী

চট্টগ্রাম ভাইকিংস : এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ

সিলেট সুপার স্টার্স : রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক,

বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী লটারির লিস্টে রয়েছে ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকা সংযোজন ও বিয়োজন দুটোই হবে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বাদ যাবেন। একই সঙ্গে নতুন দেশি ও বিদেশি ক্রিকেটার যোগ দিবেন।

বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ পরে হবে।

বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশি ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশি ক্রিকেটার খেলবেন।

দেশি ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এছাড়া ‘এ’ থেকে ‘ডি’পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা।

চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার। তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন।