‘বিনা পরোয়ানায় আর গ্রেপ্তার নয়-গ্রেপ্তারের সময় পুলিশ পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে’
হাইকোর্ট রিপোর্টার : বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে ৫৪ ধারা নিয়ে দেওয়া রায়ের নির্দেশনায় বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।একই সঙ্গে কাউকে গ্রেপ্তারের সময় পুলিশ বাহিনীর সদস্যরা তাদের পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে বলেও রায়ের নির্দেশনায় বলা হয়েছে।
মঙ্গলবার সকালে ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে এর নির্দেশনায় এসব কথা বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফৌজদারি আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার বিষয়ে ৫৪ ধারা ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে ১৬৭ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।