• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

বিদেশে বসে ‘গুপ্তহত্যায় নেমেছেন খালেদা’-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৬:৩৮ পিএম, ২ নভেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

hasina-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা:  দেশে আন্দোলন করে সফল হতে না পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন বিদেশে বসে ‘গুপ্তহত্যায় নেমেছেন’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের জনসভায় এ অভিযোগ করেন তিনি।

দেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী দেশে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। কিন্তু দেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রে সফল হতে না পেরে এখন বিদেশে বসে গুপ্তহত্যায় নেমেছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই তিনি বিদেশে বসে গুপ্তহত্যায় নেমেছেন।’

তিনি বলেন, ‘যখনই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। তখনই এমন ঘটনা ঘটানো হয়।’প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়। দেশের মানুষ শান্তি পায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সাবলম্বী। বিশ্বে যে কয়টা দেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ তার অন্যতম।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ পায় পুরস্কার। আর বিএনপি আসলে পায় তিরস্কার। বাংলাদেশের মানুষ আর তিরস্কার চায় না। তারা মাথা উঁচু করে চলতে চায়। সেভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই।’

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই— একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ দেশ। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সরকার কাজ করছে। এই স্বপ্নের সোনার বাংলা গড়ায় কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না।’

বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় তুলে ধরবো এটাই এই দিনে জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতি আমাদের অঙ্গীকার।’