• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

বিদেশিসহ চার জিম্মিকে বাঁচাতে সিএমএইচে রক্তের জন্যে ছোটাছুটি


প্রকাশিত: ৬:০৮ পিএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

মেডিকেল রিপোর্টার   :    রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকাদের মধ্যে 1চারজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে দুজন শ্রীলঙ্কান, একজন জাপানি ও আরেকজন র‍্যাবের কর্মকর্তা।

সিএমএইচের জরুরি বিভাগের রেজিস্টার্ড খাতা থেকে দেখা গেছে, শ্রীলঙ্কান হানিকেস ও সামা স্বামী-স্ত্রী। আর জাপানের কামারা ওয়াতানাবে ঢাকায় দুটি মেট্রোরেল নির্মাণ সমীক্ষা দলের প্রধান। বাংলাদেশি একজন হচ্ছেন র‍্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ। তাঁদের সিএমএইচে আনার পরই অস্ত্রোপচার কক্ষে থিয়েটারে পাঠিয়ে দেওয়া হয়।

সিএমএইচে গিয়ে দেখা যায়, র‍্যাব কর্মকর্তার আত্মীয়স্বজনদের অনেকে অস্ত্রোপচার কক্ষের সামনে অপেক্ষা করছেন। এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, র‍্যাব কর্মকর্তা সম্ভবত ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তিনি সাদাপোশাকে ছিলেন।

জাপানি নাগরিকের জন্য অপেক্ষায় ছিলেন মেট্রোরেলের সমীক্ষা দলের বাংলাদেশি এক কর্মকর্তা। তবে তিনি কোনো কথা বলতে চাননি।এক চিকিৎসক জানালেন, জাপানি নাগরিকের চোয়াল-মুখে আঘাত। অস্ত্রোপচার শুরুর জন্য রক্ত জোগাড় করতে চলছিল ছোটাছুটি।