বিতর্কিত ব্যক্তিদের নাম দিয়েছে বিএনপি: রংপুরে-ওবায়দুল কাদের
রংপুর প্রতিনিধি : নির্বাচন কমিশন গঠনের জন্য সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নাম দিয়েছে বিএনপি। তবে তাদের অনেকেই বিতর্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি হতাশা প্রকাশ করে বলেছে, এভাবে সুষ্ঠু নির্বাচন কমিশন হবে না।’
রবিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। আমরা তার সঙ্গে দেখা করার সময় নির্বাচন কমিশনের জন্য কোনও নাম দেইনি। বরং আমরা নির্বাচনকালীন সরকার সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, নির্বাচনকালীন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। ওই সময় সরকার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে না। সরকার কোনও উন্নয়নমূলক কাজও করবে না। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব দায়িত্ব নির্বাচন কমিশনের থাকবে। আমরা শুধু রুটিন দায়িত্ব পালন করবো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের এই প্রস্তাব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিএনপি প্রশংসা করেনি, কারণ তারা প্রশংসা করতে জানে না।’ এ সময় তিনি দলের নেতা-কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। এসময় দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।