• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

বিজিএমই সভাপতি মিথ্যা বললেন- কল্যাণপুরে পোশাক শ্রমিকরা রাস্তায়


প্রকাশিত: ৬:৫৪ পিএম, ২৪ জুন ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

বিশেষ প্রতিনিধি : শনিবার দুপুর ১২টায় শতভাগ পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে বলে bgmea-www.jatirkhantha.com.bdদাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ঠিক একই সময় বেতন ভাতা না পেয়ে কল্যাণপুরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে।

ওদিকে সংগঠনটি বলেছে, বিজিএমইএর তিন হাজারের বেশি কারখানায় উৎসব ভাতা ও মে মাসের বেতন দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যেই ৮৫ শতাংশ কারখানা ছুটি হয়ে গেছে। আজকের মধ্যে বাকি কারখানাও ছুটি হয়ে যাবে।

আজ শনিবার কারওয়ান বাজার বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, এস এম মান্নান প্রমুখ।22

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জুন মাসের অগ্রিম বেতন (আংশিক ও পূর্ণ) দেওয়া হয়েছে ৯৮ শতাংশ কারখানায়। আজকের মধ্যে বাকি কারখানার অগ্রিম বেতন দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহাসড়কের যানজটের কথা চিন্তা করে এবার এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখে কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু কারখানা বৃহস্পতিবার; কিছু কারখানা শুক্রবার ছুটি হয়েছে। একসঙ্গে ৪০ লাখ শ্রমিকের ছুটি হলে যানজট তৈরির পাশাপাশি অনেকেই বাস, ট্রেন, লঞ্চের টিকিট পেতেন না। এতে অনেক শ্রমিক বাড়ি যেতে পারতেন না।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের জানামতে, ৩৫টি কারখানায় বেতন-ভাতা দেওয়ায় সমস্যা ছিল। বিজিএমইএর উদ্যোগে তা সমাধান করা হয়েছে। এই মুহূর্তে বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা নেই।’

কল্যাণপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর কল্যাণপুরে বেতন বোনাসের দাবিতে একটি গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করেছেন। আজ শনিবার দুপুর থেকে সড়ক অবরোধ করার ফলে ঈদে ঘরমুখি যাত্রীরা আটকা পড়েন।
ঘটনার পরপরই মিরপুর থানা পুলিশের একটি টিম অবরোধ করা শ্রমিকদের সেখান থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে। পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।