• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বিচারপতি কূটনীতিক-শীর্ষ কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর ‍ইফতার পার্টি


প্রকাশিত: ১১:২৬ পিএম, ২২ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

বিশেষ প্রতিবেদক   :  উচ্চ আদালতের বিচারপতি, বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিক এবং 1ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিচারপতি, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সম্মানে গণভবনে এই ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী ।

ইফতারের আগে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব সাইফুল আলম, সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কূটনৈতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে ইফতার করেন।