• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

বিচারকের ফরমায়েসি রায়


প্রকাশিত: ১১:০৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

০০ স্বাক্ষী জয় কে এগিয়ে আনেন সেই বিচারক
০০ সেই মামলায় সাজা হয় মাহমুদুর রহমানের

 

শফিক রহমান : সেই বিচারকের ফরমায়েসি রায় ফাঁস করলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি বললেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এর কথিত হত্যা ষড়যন্ত্র মামলায় স্বাক্ষী জয় কে এগিয়ে আনেন সেই বিচারক। ওই বিচারক আসাদুজ্জামান ‍নূর শুধু মাহমুদুর রহমানকেই নন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে অনেককেই ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দিয়েছিলেন। আমি দাবি করছি এই আসাদুজ্জামন নূর যেখানেই থাকুক না কেন তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক। জয়ের সেই মামলার বিচারকের ফরমায়েসি রায়ে সাজা হয় মাহমুদুর রহমানের।

এদিকে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাজা দেয়া ওই বিচারকসহ দুই বিচারকের অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।রোববার (২৯ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।মাহবুব উদ্দিন খোকন বলেন, মাহমুদুর রহমান আজ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে সাত বছর সাজা দেয়া হয়েছিল।

যে মামলায় এই সাজা হয় সেটা সম্পর্কে একটু বলি; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় ছিল। তাকে বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন হত্যার ষড়যন্ত্র করেছিল, এটা অভিযোগ ছিল। তিনি বলেন, মাহমুদুর রহমান নির্যাতনের কারণে দেশ ছেড়ে চলে যান। তার অনুপস্থিতিতে এই মামলার রায় হয়েছে। আমরা সবসময়ই বলতাম নিম্ন আদালত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এরপর এই আইনজীবী এসময় একটি ছবি দেখান সাংবাদিকদের। যেখানে সজীব ওয়াজেদ জয় ও ওই মামলার বিচার যার আদালতে হবে সেই বিচারক আসাদুজ্জামান নূর ও তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরীকে দেখা যায়। তারা সজীব ওয়াজেদ জয়কে সেদিন আদালত প্রাঙ্গণ থেকে এগিয়ে আনতে যান বলে জানান মাহবুব উদ্দিন।

তিনি বলেন, বিচারক হয়ে সাক্ষীকে এগিয়ে আনতে গেলেন। অথচ বিচারকের থাকার কথা আদালতে। বিচারক যদি সাক্ষীকে এগিয়ে আনতে যান তাহলে কি ন্যায়বিচার হবে?
তিনি আরও বলেন, আসাদুজ্জামান ‍নূর শুধু মাহমুদুর রহমানকেই নন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে অনেককেই ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দিয়েছেন। আমি দাবি করছি এই আসাদুজ্জামন নূর যেখানেই থাকুক না কেন তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক।

বিভাগীয় তদন্ত করা হোক। একই সঙ্গে রেজাউল করিমের বিচারিক ক্ষমতাও রহিত করার দাবি করেন তিনি।এ আইনজীবী আরও বলেন, তারা যেখানেই থাকুক না কেন তাদের বিচারক সুলভ মানসিকতা নেই। আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, তারা ফরমায়েশি রায় দিয়েছিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে। তাদের বিচারিক ক্ষমতা রহিত করা হোক।