‘বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছি আমরা’
বিশেষ প্রতিনিধি : সম্প্রতি উচ্চ আদালতে বাতিল হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, রায়ে গণপ্রজাতন্ত্রের পরিবর্তে বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছি আমরা।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খায়রুল হক বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের ইস্যুকে বাইপাস করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ দেয়া হয়েছে। সংসদ নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা ঠিক হয়নি। তিনি বলেন, এ রায়ে আমরা গণপ্রজাতন্ত্রের পরিবর্তে বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছি।