• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩০ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

স্টাফ রিপোর্টার  :   রাজধানীর গুলশানে বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা 1ছিনতাই করেছে দুর্বৃত্তরা।গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের নাম বিল্লাল হোসেন (৪০)। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সকালে গুলশান-২ এর  ১১৪ রোডে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকাল ৯টার দিকে ১১৪ রোডের হাউজ ৩৭/ডি থেকে বিল্লাল টিফিন ক্যারিয়ারে টাকা ভরে দোকানে যাচ্ছিলেন। এ সময় মোটারসাইকেলের দুই আরোহী তাকে গুলি করে টাকা নিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে উপস্থিত জনতা তাকে স্থানীয় শাহাবুদ্দিন হাসপাতালে ভর্তি করে।পরে বিল্লালের মামা নজরুল মাহমুদ তাকে ঢামেকে নিয়ে যায়।বিল্লালের বাহুতে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে বলে জনান ঢামেক ক্যাম্পের নায়েক রাফিকুল ইসলাম।