• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বিএসএমএমইউ হবে বিশ্বসেরা প্রতিষ্ঠান- প্রোভিসি ডা.আতিক


প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩১৬ বার

 


বিশেষ প্রতিনিধি : শিক্ষা-গবেষণায় নিজেদের সেরাটা দিতে পারলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।শুক্রবার (২৭ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে একটা আশা-আকাঙ্ক্ষা থেকেই দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চটা দিয়েই দায়িত্ব পালনের চেষ্টা করব। গবেষণায় যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দেশের স্বাস্থ্যসেবারও আমূল পরিবর্তন ঘটবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাধ্যমে আমরা সেটা বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।আমরা এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে চিকিৎসা শিক্ষার পাশাপাশি গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। আমারও প্রত্যাশা শিক্ষা-গবেষণায় আমরা আরও ভালো কিছু করব। গবেষণায় আমাদের বরাদ্দ কিছুটা বেড়েছে, আমি চেষ্টা করব বরাদ্দটা আরও বেশি বাড়াতে। গবেষণা ছাড়া কোনো দেশের স্বাস্থ্যসেবা উন্নতি করতে পারে না।

বিএসএমএমইউ প্রো-ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হলো জাতির পিতার নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আর সেই লক্ষ্য পূরণে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, বিএসএমএমইউ স্বাচিপের সদস্য সচিব ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার আহমেদসহ আরও অনেকে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে (মন্তব্য খাতা) জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈতৃক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।