• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

বিএসএফের গুলিতে তেতুলিয়া সীমান্তে যুবক নিহত


প্রকাশিত: ৯:১২ পিএম, ২৩ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

তেতুলিয়া সংবাদদাতা   :   পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সারিয়ালজোত কানকাটা সীমান্তে 33সোমবার বিকেলে বিএসএফের গুলিতে সুজন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ জানান, ওই সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন ঘাস কাটতে গিয়েছিল। এ সসময়  ভারতের লিচুগাছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে গুলি করে।

ই এলাকার দেলোয়ার নামে এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাকে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সুজনের লাশ তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।