• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

বিএমএ নির্বাচন করবে না ড্যাব


প্রকাশিত: ১০:৪০ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৪২ বার

9মেডিকেল রিপোর্টার  :  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ডক্টরস 5অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাব বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিএমএর নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

জাহিদ হোসেন বলেন, ‘কাজী রকিবউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মতো বিএমএর নির্বাচন কমিশনও একতরফাভাবে কাজ করছে। এ কারণে আমরা বিএমএ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’ড্যাব মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে কমিশন অন্য কোনো চিকিৎসকদের সংগঠনের সঙ্গে আলোচনা করেনি। তিনি জানান, বিভিন্ন অনিয়ম নিয়ে বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেয় ড্যাব।

কিন্তু ড্যাব এর কোনো উত্তর পায়নি। তিনি বলেন, ‘তাঁরা আমাদের কোনো উত্তর দেয়নি, যা অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক।’
তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ক্ষমতাসীন।