• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

বিএমএসএস নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল জয়


প্রকাশিত: ১০:৪৩ পিএম, ৭ জুলাই ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

Bmss election-07.07.18.
বিশেষ প্রতিনিধি : মুদ্রণ শিল্পের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি’র (বিএমএসএস) নির্বাচনে আজ শনিবার বিপুল ভোটে পূর্ণপ্যানেলে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। এবার প্রিন্টিং শিল্পকে রফতানীমুখী করার প্রত্যয় নিয়ে ভোট প্রার্থণা করায় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি’র সদস্যরা সম্মিলিত পরিষদের ৩৩ জনকে নির্বাচিত করে তাদের মূল্যবান ভোট দিয়ে।

DSC_0647 নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে দেশের অন্যতম প্রিন্টিং শিল্প উদ্যোক্তা অমিকন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আমাদের এবারের নির্বাচনী প্রত্যয় ছিল প্রিন্টিং শিল্পকে রফতানীমুখর করার। নির্বাচনে বিপুল ভোটে সম্মিলিত পরিষদ এর জয়লাভ সেই প্রত্যয়ের প্রতিফলন ঘটেছে। আগামীতে গার্মেন্টসের পর প্রিন্টিং শিল্প খাত হবে বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম খাত। সেলক্ষ্যেই আমরা কাজ করছি।
এর আগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আজ শনিবার ৭ জুলাই দিনব্যাপি বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বিএমএসএস) এর ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে ৩৩টি পদে প্রতিদ্বন্ধিতা করেন সম্মিলিত পরিষদের ৩৩ জন ও ঐক্য পরিষদের ৩৭ জনসহ মোট ৭০ জন প্রার্থী। মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টারে দুপুর ১২টা থেকে টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৭৩৬ জন ভোটারের মধ্য ৪৯৮ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে অন্যতম প্রার্থী সানজানা প্রিন্টার্সের মালিক শহীদ সেরনীয়াবাত জানান, প্রিন্টিং শিল্পকে আধুনিকায়নে ভোটাররা এবার বিপুল উৎসাহ নিয়ে সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।ওদিকে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বিএমএসএস) এর বর্তমান সভাপতি তোফায়েল খান সকল ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, এবার আমাদের প্রতিপক্ষ ঐক্য পরিষদ শেষমূহুর্তে নির্বাচন বানচালের চেষ্ঠা করলেও তারা সফল হয়নি।