• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

বিএনপি যায়নি আওয়ামী লীগের সম্মেলনে


প্রকাশিত: ২:৪৫ পিএম, ২২ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

 

স্টাফ রিপোর্টার : আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়নি বিএনপি।এই 1বছরের এপ্রিলে বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ যোগ দিলেও ক্ষমতাসীন দলের সম্মেলনে অংশ নেবেন বলে একদিন আগে জানিয়েছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। তবে শনিবার সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

তবে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দলের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে সর্বোচ্চ ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত না হওয়ায় কেউ যায়নি।

আলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো খবর নাই। কোনো মেসেজ মহাসচিবের কাছ থেকে পাইনি। বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির সম্মেলনে না আসার পাশাপাশি যে আচরণ করেছিল, তাতে তাদের সম্মেলনে যোগ দেওয়ার পথ কঠিন করে দিয়েছে।