• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

বিএনপি কিসের বিরোধীদল? শুধু হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে-কাদের সিদ্দিকী


প্রকাশিত: ৮:৫৭ পিএম, ৮ মার্চ ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

স্টাফ রিপোর্টার.ঢাকা:
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমি যদি ৭ দিনের জন্য বিরোধী দলের নেতা থাকতাম তাহলে ৬ দিনের মাথায় শেখ হাসিনার জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতাম।

kader siddk-khalada-www.jatirkhantha.com.bdবিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি কিসের বিরোধীদল? শুধু হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। কাজের কাজ কিচ্ছুই হচ্ছেনা।রোববার বিকেলে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৪০তম দিনের অবস্থান কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, হরতাল-অবরোধে অগ্নিকা-, হত্যা, নাশকতাসহ সব কিছুর জন্য খালেদা জিয়া দায়ী হয় তাহলে আপনি (শেখ হাসিনা) দেশ পরিচালনা করেন কেন? আপনি ক্ষমতা খালেদা জিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দিন। জোর করে ক্ষমতায় থাকবেন না। আর মানুষককে নির্বিচারে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করবেন না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা নরেন্দ্র মোদি কেনো ওবামাকে আমন্ত্রণ করে আনলেও জনগণ গ্রহণ করবে না। কারণ জনগণ সরকারের পক্ষে নেই।