• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.মাহবুব সড়ক দুর্ঘটনায় আহত


প্রকাশিত: ৭:৫০ পিএম, ২৫ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

দিনাজপুর প্রতিনিধি   :    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) bnp mahabub-www.jatirkhantha.com.bdমাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী ও গাড়ী চালকও আহত হয়েছেন। লে. জে. (অব.) মাহবুবুর রহমান বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান চৌধুরী।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে। এ সময় তিনি ঢাকার উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে সৈয়দপুর বিমান বন্দরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নসিমনকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকরা মাইক্রোবাস চালক দুঘর্টনায় পতিত হয়। এতে বিএনপি নেতা মাহবুবুর রহমান, স্ত্রী ও গাড়ী চালক আহত হন।