• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

বাস উল্টে মা-শিশুসহ ৩ জন নিহত খাগড়াছড়িতে


প্রকাশিত: ৫:১৭ পিএম, ২৮ জুন ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

খাগড়াছড়ি প্রতিনিধি  :  খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা ও শিশু কন্যাসহ khagrachori-accident-www.jatirkhantha.com.bdতিনজন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ বুধবার  সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাটিরাংগার খেদাছড়ার মো. ইউনুছের অন্তঃসত্ত্বা স্ত্রী রিপন বেগম (২২), তার ৪ বছর বয়সের কন্যা জান্নাতুল ফেরদৌস ও গুইমারার হাফছড়ির বারেক ফরাজীর ছেলে তরিকুল ইসলাম (২৪)।

জানা গেছে, চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (চট্টগ্রাম- জ- ১১-০০০৭) গুইমারার কালাপানি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এসে হতাহতদের উদ্ধার করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়।   গুইমারা থানার ওসি (তদন্ত) দুর্ঘটনায় তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বাসটির চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।