• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বাসায় ডেকে নিয়ে স্কুলছাত্রৗ ধর্ষণ করলো লক্ষ্মীপুরে যুবলীগ নেতা


প্রকাশিত: ১:৪৪ পিএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

জেলা প্রতিনিধি . লক্ষীপুর  :   লক্ষ্মীপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জামাল 1উদ্দিন নামে যুবলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার সকালে ওই ছাত্রীর ভাই স্থানীয় থানায় মামলাটি করেন। জামাল উদ্দিন চরশাহী ইউনিয়নের দাসেরহাট ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী খাতা-কলম কেনার জন্য দাসেরহাট বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে জামাল তাকে কৌশলে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।