• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

বাবার কবর জিয়ারত করতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান গ্রেপ্তার


প্রকাশিত: ৩:৫২ এএম, ২০ জুলাই ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

chatradol-chief-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:  বাবার কবর জিয়ারত করতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে।ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান তাকে গ্রেফতার করা হয় বলে  জানিয়েJCD-New-Comittee--www.jatirkhantha.com.bdছেন ।

গতকাল ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছায় উপস্থিত ছিলেন রাজিব আহসান। এমনকি জিয়ার রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার সময়ও বেগম খালেদা জিয়ার পামে ছিলেন রাজিব আহসান।

পটুয়াখালীর এএসপি শাহেদ আলী পাঠান  বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরা এখনো জানি না।’জানা গেছে, পটুয়াখালীর মেহেন্দিগঞ্জে বাবার কবর জিয়ারত করতে যান রাজিব আহসান। দুমকির লেবুখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে পটুয়াখালী ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।