• সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪

বান্ধবীকে কিভাবে মনের গোপন কথাটা বলবেন ?


প্রকাশিত: ৩:০৯ এএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

হাসনা হেণা  :   জানেন কি, বছরে প্রায় চার লাখ পুরুষ প্রোপোজ করতে রীতিমতো খাবি খান! কী করে এমনটা বলছি? আসলে সম্প্রতি জানা গেল, ওই সংখ্যক পুরুষ নাকি বান্ধবীকে প্রোপোজ করার উপায় খুঁজতে গুগ্‌ল সার্চ করেন।বুঝুন!
1
এত দিন একসঙ্গে ঘোরাফেরা করার পরও মনের কথাটা মুখে আনতে এত কিন্তু কিন্তু ভাব। তবে বান্ধবীর কাছে আসল কথাটা পাড়লেই তো হল না। তাঁকে ইমপ্রেসও তো করতে হবে!

আপনার মনের মানুষটির মন জয় করতে গতে বাঁধা পথে না হেঁটে কিছুটা ইনোভেটিভ হন। তবে তার আগে নিজের ইনহিবিশন ঝেড়ে ফেলুন। সেই সঙ্গে মাথায় রাখুন, প্রোপোজ করার সময়টাও। সঠিক সময়ে সঠিক কথাটা পাড়লে ‘না’ করতে পারবেন না আপনার উনি।