• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

‘বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন হবে দুর্নীতি বন্ধ হলে’


প্রকাশিত: ৩:৩৮ পিএম, ১ জুলাই ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

স্টাফ রিপোর্টার :  দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প mahiuddin_alamgir_ww.jatirkhantha.com.bdও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এফবিসিসিআই সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শনিবার দুপুরে এ মন্তব্য করেন তিনি। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। চলতি অর্থ বছরের বাজেটে নতুন ভ্যাট অাইন বাস্তবায়ন স্থগিত হলেও এতে রাজস্ব আয়ে তেমন কোনও প্রভাব পড়বে না।

তিনি বলেন, এক্ষেত্রে কর আদায়ের আওতা বাড়াতে হবে। দুর্নীতি কমাতে পারলে ভ্যাট আদায়ও বাড়বে। যৌথ এ সংবাদ সম্মেলনে বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআই’র সহসভাপতি মুনতাকিম আশরাফসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, এনবিঅারের সক্ষমতা আরও বাড়াতে হবে। ব্যবসায়ীরা হয়রানিমূলক ভ্যাট-ট্যাক্স চাননা। সেক্ষেত্রে এনবিআরের অসহযোগিতামূলক আচরণ বন্ধ করতে হবে। বক্তব্যে উৎস কর আরও দশমিক ৫ শূন্য শতাংশ করার দাবি জানান এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন। বাজেটে আবগারি শুল্ক কমানোয় সংশ্লষ্টিদের প্রতি ধন্যবাদও জানান তিনি।