• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বাঘি নায়িকার গোপন পার্টি


প্রকাশিত: ১:৫০ পিএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

2বিনোদন রিপোর্টার  :   সাবির খানের পরিচালনায় তাঁর নতুন ছবি ‘বাঘি’ আসছে আগামী ২৯ তারিখ। এই ছবিতে শ্রদ্ধা জুটি বেঁধেছেন টাইগার শ্রফের সঙ্গে। ইতিমধ্যেই ‘বাঘি’র গান থেকে টিজার সবই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল দুনিয়ায়। পাশপাশি দুর্দান্ত জনপ্রিয় হয়েছে শ্রদ্ধা কপূরের প্রথম বিকিনি লুকও।

তাই এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত নায়িকা। এর মধ্যে প্রচারের জন্য নাকি টানা ১৪ ঘণ্টাও কাজ করেছেন তিনি।  কিন্তু তার মধ্যেও ‘সাম ওয়ান স্পেশাল’-এর জন্য টাইম ম্যানেজ করলেন শ্রদ্ধা। তাঁর নিমন্ত্রণে গেলেন পার্টিতেও।

কিন্তু কে সেই ভাগ্যবান? যার জন্য শত কাজেও দমিয়ে রাখা গেল না নায়িকাকে। তিনি আর কেউ নন আশিকী ২’ এবং ‘এক ভিলেন’-এর পরিচালক স্বয়ং মোহিত সুরি। কিছুদিন আগেই ছিল মোহিতের বার্থডে পার্টি। আর সেখানে জমায়েত হয়েছিল মোহিতের বি-টাউনের বন্ধুরা।

শ্রদ্ধার প্রথম ছবি সুপারডুপার হিট ‘আশিকি ২’ এবং ‘এক ভিলেন’-এর সময় থেকেই মোহিতের সঙ্গে খুব ভাল সম্পর্ক শ্রদ্ধার। তিনি এর আগেও সবসময়ই স্বীকার করেছেন, যখন কেউ ডাকেনি তখন মোহিত তাঁর মধ্যের ট্যালেন্টকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। তাই প্রথম থেকেই মোহিত শ্রদ্ধার কাছে ‘স্পেশ্যাল’। তাই শত ব্যস্ততাতেও মোহিতের আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি তিনি।