• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

বাগমারায় নির্বাচনী সহিংসতা-গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও আহত অন্তত ৩০


প্রকাশিত: ৬:৫০ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

স্টাফ রিপোর্টার   :  রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।1

আহতদের উদ্ধার করে বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

22পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের সমর্থকদের মধ্যে প্রভাববিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাটগাঙ্গোপাড়া বাজারে সংঘর্ষ বেধে যায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম (৩৫) ও সিদ্দিকুর রহমান (২৮) ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তারা কার গুলিতে মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলছিল। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যরা সংঘর্ষ থামাতে কাজ করছে।