• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বৃষ্ঠিতে মিরপুর স্টেডিয়ামে জমাট পানি-ফাইনাল খেলা অনিশ্চিত


প্রকাশিত: ৬:১৪ পিএম, ৬ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

স্পোর্টস রিপোর্টার:   বৃষ্ঠির পানিতে মিরপুর স্টেডিয়ামে পানি জমেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্ঠি অব্যাহত রয়েছে। বৃষ্ঠি কমলে কর্তৃপক্ষ মাঠ তৈরী করতে নামবে।সেক্ষেত্রে নির্ধারিত সময়ে মাঠে খেলা হবে কিনা তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। কিউরেটররা বলছেন তারা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন খেলার মাঠ প্রস্তুত করতে। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। 1ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগেই বৃষ্টি থেমে যাবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ ভারত বাংলাদেশের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি মানুষ।

তবে আবহাওয়াবিদরা জানান, সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।সে আরো বলা হয়, দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।