• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ-ভারত ম্যাচ-ক্রিকেট জুয়ার ইঙ্গিত দিলেন স্পিনার তৌসিফ


প্রকাশিত: ২:৩৮ পিএম, ২৭ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

জিও টিভি অবলম্বনে আসমা খন্দকার  : পাকিস্তানের সাবেক স্পিনার তৌসিফ আহমেদ বলেছেন, চলমান টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচটির tausif-www.jatirkhantha.com.bdফলাফল সন্দেহজনক। আইসিসির দুর্নীতি দমন কমিশন ইউনিটের ম্যাচটি নিয়ে তদন্ত করা উচিত।পাকিস্তানের হয়ে ৩৪ টি টেস্ট ও ৭০ টি ওডিআই ম্যাচ খেলা ৫৭ বছর বয়সী তৌসিফ বলেন, শেষ ওভারে বাংলাদেশ যেভাবে ভারতকে ম্যাচটি উপহার দিল তার কোনো ক্রিকেটীয় যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না।

তিনি পাকিস্তানের জিও সুপার চ্যানেলকে বলেন, ‘ম্যাচটি যেভাবে শেষ হয়েছে আমার দৃষ্টিতে তা স্বাভাবিক নয়। আমি মনে করি আইসিসির উচিত ম্যাচটি তদন্তের নির্দেশ দেয়া।’বাংলাদেশ ভারতের বিপক্ষে শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচটি ১ রানে হেরে যায়।তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর অনভিজ্ঞ দল নয়। তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিজে ছিলেন। আমি বুঝতেই পারছি না তারা প্রথমে ম্যাচটি ড্র না করে কিভাবে বড় শট খেলার ঝুঁকি নিতে পারলেন।’

2বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের মূল কোচ তৌসিফ সদ্য সমাপ্ত পিএসএলের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডেরও কোচিং স্টাফের সদস্য ছিলেন।
তিনি বলেন, ‘আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বলছে ম্যাচটিতে কোনো সমস্যা ছিল। আমি জানিনা কি বলবো। সবচেয়ে ভাল হয় আইসিসি ম্যাচটি তদন্ত করে সত্য উদঘাটন করলে। বর্তমান ক্রিকেটে এ ব্যাপারগুলো হরহামেশাই ঘটছে। তাই তদন্ত করাটা দোষের কিছু হবে না বলে আমি মনে করি।’শেষ বলের ওই জয়ে এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনো জিইয়ে রয়েছে।