• মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫

বাংলাদেশ ফেরত কাশ্মিরী ছাত্রীকে নিয়ে দিল্লি বিমানবন্দরে বোমা আতঙ্ক


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৯ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

 

ডেস্ক রিপোর্টার : বাংলাদেশ থেকে কলকাতা হয়ে দিল্লি পৌঁছান কাশ্মিরের শ্রীনগরের এক ছাত্রী। 1সেখান থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তার শ্রীনগরে যাওয়ার কথা।মেয়েটি কালো হ্যান্ডব্যাগে মজা করে লিখেছিলেন, ‘আই হ্যাভ এ বোম’।

অর্থাৎ আমার কাছে একটি বোমা আছে। ওই লেখার দিকে চোখ পড়ে নিরাপত্তা কর্মীদের। অমনি বিমানবন্দরজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। ফল যা হবার তাই হলো। গোয়েন্দারা ঘেরাও করে ফেললো ওই ছাত্রীকে। একের পর এক জিজ্ঞাসা। তারা তার হ্যান্ডব্যাগ তল্লাসি করে দেখতে পেল তাতে কিছু বই ও প্রয়োজনীয় কাগজপত্র। তাহলে কেন তিনি অমন বাক্য লিখেছেন? এ প্রশ্নের জবাবে ওই ছাত্রী জানান, আমরা তো বইকে বোমা হিসেবে বিবেচনা করি।

২ ঘন্টার বেশি তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়। ততক্ষণে তার নির্ধারিত ফ্লাইট আকাশে উড়েছে। তিনি ফ্লাইট মিস করলেন। বাধ্য হয়ে তাকে অবস্থান করতে হলো দিল্লিতে জম্মু-কাশ্মির ভবনে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।