• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জিহাদী গ্রুপ ও ‘হুজি’র অপারেশন লিডার’ খায়রুল পাকরাও


প্রকাশিত: ৬:৩৬ পিএম, ১৩ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২১৮ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   :  হরকাত-উল-জিহাদ-আল-ইসলামী বাংলাদেশ- হুজিHugi leader-www.jatirkhantha.com.bdবির অপারেশন কমান্ডার ইব্রাহীম ওরফে খায়রুল বাসার ওরফে বাসার হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বেলা আড়াইটার দিকে বন্দর থানা পুলিশের একটি দল উপজেলার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বন্দর থানার ওসি আব্দুল কালাম ইব্রাহীমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।২০১৪ সালে নভেম্বর মাসে ঢাকার গোয়েন্দা পুলিশের বিশেষ টিম বন্দর এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করে।

তিনি বন্দর উপজেলার সালেহনগর এলাকার নতুন জামে মসজিদে কয়েক বছর ধরে ইমামতি করছিলেন। পাকিস্তান ও আফগানিস্তানে উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ইব্রাহীম এলাকাবাসীর কাছে ‘বাসার হুজুর’ নামে পরিচিত ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর, হিযবুত তাওহীদ, ‘আল্লাহর দল’ জেএমবিসহ বেশ কয়েকটি উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ নামে নতুন একটি সংগঠন সৃষ্টি করার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছিলেন গ্রেফতারকৃত ইব্রাহীম।

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কয়েকমাস কারাভোগের পর জামিনে বের হয়ে এসে ইব্রাহীম তার পুরানো কর্মক্ষেত্র সালেহনগর মসজিদে ফের ইমামতি করছিলেন।