• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ’


প্রকাশিত: ৪:২২ পিএম, ৬ এপ্রিল ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

মার্কিন রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, “বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, মধ্যম আয়ের দেশ। এ দেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ। বাংলাদেশকে জানতে এবং বুঝতে আমি সারাদেশে ঘুরে বেড়াচ্ছি।”

তিনি বলেন, “এখানকার কৃষকরা খুবই ভালো। আমি আসার সময় একটি বাজারে এতো পেয়াজ দেখেছি যা বিম্ময়কর।”

রোববার বেলা ১২টায় পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সিভিল সোসাইটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করি, তখনই আমি বলেছিলাম আমি সারাদেশ ঘুরে বেড়াবো, বাংলাদেশকে জানবো। তারই অংশ হিসেবে পাবনায় আসা।”

তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিবেন না এবং রাজনৈতিক কোনো বক্তব্য প্রদান করবেন না বলেও জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ড. ফারুক আহমেদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, এনডিসি মশিউর রহমান খান।

এরপর পাবনার প্রাচীন ভবন শীতলাই হাউজ, তারাশ বিল্ডিং, পাকশী হার্ডিঞ্জ ব্রীজসহ কয়েকটি প্রাচীণ নির্দশণ পরিদর্শন করেন ড্যান ডব্লিউ মজিনা।