• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ এখন একটি কারাগার-দেশে গণতন্ত্র অবরুদ্ধ: ফখরুল


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৮ বার

 

সিলেট প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ এখন একটি কারাগার। 1দেশে এখন গণতন্ত্র অবরুদ্ধ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে।’

আজ শনিবার বিকেলে সিলেট মহানগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে ‘খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশনের’ উদ্যোগে ‘শহীদ জিয়া স্মরণে’ এক আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক-অর্থনৈতিক কর্মসূচির ওপর আলোকপাত করে দলের মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আওয়ামী লীগসহ অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। জিয়াই শিখিয়েছিলেন, সমৃদ্ধ অর্থনীতির মাধ্যমে একটি দেশ কীভাবে এগিয়ে চলতে হয়।’

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।

ড. মঈন খান বলেন, “প্রেসিডেন্ট হওয়ার জন্য জিয়াউর রহমান রাজনীতি করেননি। তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। তাঁর মধ্যে যে দেশপ্রেম ছিল, তা অনুকরণীয়। আওয়ামী লীগ যদি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুসরণ করত তবে দেশের অবস্থা আজ এমন হতো না। জিয়াউর রহমানের রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি। সততা ও সরলতা ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। যে কারণে সাধারণ মানুষ তাঁকে ‘রাখাল রাজা’ হিসেবেই জানে।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জিয়াউর রহমানের অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি একসময় তলাবিহীন ঝুড়ি ছিল। জিয়াউর রহমানই তাঁর ক্ষমতাকালে তলাবিহীন ঝুড়িকে উদ্বৃত্তের ঝুড়িতে পরিণত করেছিলেন। জিয়াউর রহমান সাড়ে তিন বছরে যে উন্নয়ন ও পরিবর্তন করেছিলেন, তা পরবর্তী সময়ে অন্য কোনো সরকার করতে পারেনি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট শাখার সভাপতি ডা. শামীমুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক প্রমুখ। সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলু অনুষ্ঠানটি পরিচালনা করেন।