• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে লিগ ম্যারাডোনার নেতৃত্বে-?


প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ১৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

maradonaস্পোর্টস রিপোর্টার.ঢাকা:
ইন্ডিয়ান সুপার লিগের আদলে বাংলাদেশেও ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ হতে পারে। এটি আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ। আর এ লিগের চেয়ারম্যান ডিয়েগো ম্যারাডোনা হতে পারেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।
প্রাথমিক প্রস্তাবে জানানো হয়, এ লিগে অংশ নেবে আটটি দল। সাত বিভাগের সঙ্গে থাকবে ময়মনসিংহ জেলা। প্রত্যেক দলের সঙ্গে যুক্ত থাকবে ইউরোপ ও লাতিন আমেরিকার নামীদামি ক্লাব। দলগুলোতে অংশ নেবেন বিশ্বের কিছু তারকা কোচ এবং খেলোয়াড়ও।
সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর গোস্বামী একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির কাছে প্রাথমিক প্রস্তাব করেছি। তিনি এটি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। লিগটি বাংলাদেশের ফুটবলকে সমূলে পরিবর্তন করতে সক্ষম।’
তারকাদের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যায়েও লিগটির গুরুত্ব বাড়বে বলে জানান ভাস্কর। এ ছাড়া আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনাকে লিগের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী বছর শীতে লিগ আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। দুই পক্ষের পরের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তখনই হয়তো এ লিগ সম্পর্কে চূড়ান্ত রূপরেখা জানা যাবে।