• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা-আইএস সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক


প্রকাশিত: ৪:৫৪ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

সিঙ্গাপুর থেকে ইকবাল আলম :  সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ বাংলাদেশি নাগরিককে 1তাদের দেশের পুলিশ আটক করেছে।মঙ্গলবার দেশটির আন্তঃনিরাপত্তা আইনে (আইএসএ) তাদের আটক করা হয়।

আটকরা হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আটকরা গোপনে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট- আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন। দেশে ফিরে তারা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।