• রোববার , ২৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে বিআরটিসির অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে:তাজুল ইসলাম


প্রকাশিত: ১০:২৬ পিএম, ২৩ জানুয়ারী ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৯৪ বার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বিআরটিসির অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রশিক্ষিত অপারেটরের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান জনাব মো.তাজুল ইসলাম। মঙ্গলবার ২৩ জানুয়ারী বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনিস্টিটিউটে TOT প্রশিক্ষণ প্রাপ্ত অপারেটর ইন্সট্রাক্টরদের সাথে মত বিনিময়কালে বিআরটিসির চেয়ারম্যান মো.তাজুল ইসলাম এসব কথা বলেন।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, এই সংস্থাকে লাভজনক পর্যায় অব্যাহত রাখতে হলে প্রশিক্ষিত অপারেটরদের দক্ষতার স্বাক্ষর রাখতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।ছবিতে মত বিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখছেন বিআরটিসির চেয়ারম্যান জনাব মো.তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক (অর্থ,হিসাব ও অপারেশন) ড.অনুপম সাহা(যুগ্মসচিব),পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি,পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান,জনাব ফাতেমা বেগম (জিএম, আইসিডব্লিউ এস ও ট্রেনিং) সহ বিআরটিসির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ অনেকে।