• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের রিজার্ভ চুরি-রিজাল ব্যাংকের ২ কোটি ডলার জরিমানা


প্রকাশিত: ১০:১০ পিএম, ৫ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

 

1আন্তজার্তিক ডেস্ক : নিউইয়র্কের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় ঘটনায় জড়িত ফিলিপাইন্সের রিজল কমার্শিয়াল ব্যাংককে (আরসিবিসি) এক কোটি পেসো বা প্রায় ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটি2র কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির কোনো ব্যাংকের উপর ‘নজরদারিমূলক জরিমানার পদক্ষেপ’ হিসেবে এটাই সবচেয়ে বড় অঙ্ক।

3এর জবাবে এক বিবৃতিতে আরসিবিসি জানায়, এক বছরের মধ্যে এই জরিমানা পরিশোধ করা হবে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়।