• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ


প্রকাশিত: ৩:৫৪ এএম, ১৫ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

03দীনা করিম:  বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ ।চ্যালেঞ্জের মুখোমুখি মামুনুলরা। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব খেলে তাদের বিদায় ঘটে। বঙ্গবন্ধু গোল্ডকাপেও সেমিতে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে বাংলাদেশ। মালয়েশিয়াকে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত। কিন্তু ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে জাতীয় দল। এর ফলে টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার সম্ভাবনা শেষ হয়ে গেলেও  ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ, নেপাল ও মালয়েশিয়ার টুর্নামেন্টে সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও নেপাল দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে মালয়েশিয়ার দুই।

আজ দিনের প্রথম ম্যাচে  মালয়েশিয়ার যদি শ্রীলঙ্কার বিপক্ষে ড্র বা হেরে যায় তাহলে বাংলাদেশ ও নেপাল সেমিতে চলে যাবে। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ-নেপালের গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। অন্যদিকে মালয়েশিয়া জিতে গেলে তাদের পয়েন্ট দাঁড়াবে পাঁচ। তখন আবার বাংলাদেশ ও নেপালের জন্য বাঁচা-মরার লড়াই। যারা হারবে গ্রুপ পর্ব থেকেই তারাই বিদায়। অবশ্য বাংলাদেশ ড্র করতে পারলে গোল পার্থক্যে সেমি ফাইনালে চলে যাবে।

মামুনুলরা অবশ্য এত হিসাব-নিকাশ করতে চাচ্ছেন না। তাদের লক্ষ্য একটাই জয়। তবে জয় বলতেতো চলবে না। নেপালকে হারাতে সেই পারফরমেন্সটা প্রদর্শন করতে হবে। যশোরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। মামুনুল, রনিদের ছন্দময় খেলা সাফের ব্যর্থতা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছিল দর্শকদের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন।

জাতীয় বা অনূর্ধ্ব ২৩ দল নয়, মালয়েশিয়ার অখ্যাত ক্লাব ফেনডা এএফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। নেপালের বিপক্ষে দলটি কোনোক্রমে ড্র করে। অথচ বাংলাদেশের বিপক্ষে রীতিমতো জ্বলে উঠেছিল ফেনডা। যে নৈপুণ্য প্রদর্শন করে তাতে মামুনুলদের ভাগ্য ভালো বলতে হয় হারের গ্লানি নিয়ে মাঠ  ছাড়েনি। ১-১ গোলে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফুটবলপ্রেমীরা। আর এ অবস্থায় মামুনুলদের সেমি খেলাটা ভাগ্যের ওপর দুলছে।

মামুনুলরা জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে। নেপালও তাই। বিকালে আগের ম্যাচে মালয়েশিয়া হেরে গেলে কোনো দুশ্চিন্তা থাকবে না। কিন্তু জিতে গেলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে বাংলাদেশ। গত মাসেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতিম্যাচে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু নেপালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এক সময়  বাংলাদেশের সামনে দাঁড়াতে পারত না নেপাল।

কালের বিবর্তনে তারা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের আগে দুবার তারা সাফ গেমসে সোনা জিতেছে। সুতরাং কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মামুনুলদের টার্গেট জয়। কিন্তু ফুটবলে যে করুণ দশা তাতে বাংলাদেশকে নিয়ে কোনো আশা করতেই ভয় হয়। নেপালকে হারালে তো কথাই নেই,  চলে যাবে সেমিফাইনালে। কিন্তু সেই উল্লাস মামুনুলরা করতে পারবেন কিনা সেটাই প্রশ্ন।

মালয়েশিয়া জিতে গেলে পাঁচ ও নেপাল জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে সাত। বাংলাদেশকে তখন চার পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে। সাফে সেমিফাইনালে দর্শক হয়ে বসেছিল বাংলাদেশ। এখন বঙ্গবন্ধু গোল্ডকাপও যদি একই পরিণতি হয় তখন জাতীয় দলের ইমেজ কী আর থাকবে? চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। এ চ্যালেঞ্জ নিয়ে শুধু মামুনুলরা নয় টেনশনে কাঁপছে ফুটবলপ্রেমীরাও।