• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের নিরাপত্তাহীন ব্লগারদের আশ্রয় দেয়ার চিন্তা করছে আমেরিকা


প্রকাশিত: ১২:২৩ পিএম, ৮ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

 
বিশেষ প্রতিবেদক : অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে হত্যার পর নিরাপত্তাহীনতায় state department-www.jatirkhantha.com.bdBangladesh killed-blogger-www.jatirkhantha.com.bdভুগছেন এমন কয়েকজন বেছে নেয়া ব্লগারকে আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন সরকার। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

ডিসেম্বরে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো মার্কিন সরকারের কাছে বাংলাদেশি লেখকদের মানবিক আশ্রয় প্রদানের আহ্বান জানিয়েছিল।সামাদ হত্যাকান্ডের পর পেন আমেরিকার কারিন ডয়েচ কারলেকার আবারও মার্কিন সরকারের কাছে তার আবেদন পুনর্ব্যক্ত করেন।

2সামাদের ‘বর্বর হত্যাকান্ডের’ তীব্র নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। তিনি সাংবাদিকদের জানান, ‘সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশী জনগণের লড়াইয়ে অকৃত্তিম সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের।

তিনি বলেন, ‘তাৎক্ষণিক বিপদে’র মুখোমুখি, এমন বেছে নেয়া কয়েকজন ব্লগারকে মানবিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ধরণের প্রশ্ন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে করার জন্য বলেন তিনি।

1মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের প্রেস সেক্রেটারি শিন ইনোয়ে মানবিক আশ্রয়ের ক্ষেত্রে কোন নির্দিষ্ট অনুরোধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ ক্ষেত্রে গোপনীয়তা নীতির বিষয়টি উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, ভীষণ জরুরি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কোন ব্যক্তিকে নিয়ে যাওয়া ও নির্দিষ্ট সময় পর্যন্ত আশ্রয় দেয়ার ক্ষেত্রে ‘হিউম্যান প্যারোল’ ব্যবহৃত হয়।