• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের উন্নতি দেখে লজ্জিত হই :শেহবাজ শরীফ


প্রকাশিত: ৮:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় করতে গিয়ে বাংলাদেশের সাফল্যে ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই। পাক প্রধানমন্ত্রী বুধবার (২৪ এপ্রিল) দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

শেহবাজ শরীফ বলেন, যে সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন তাদেরকে বলা হতো, এই অংশটি ‘পাকিস্তানের ওপর একটি বোঝা’। কিন্তু ওই ‘বোঝাই’ এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। ফলে এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন। কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে আছে।

তিনি বলেন, আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে।তিনি আরও বলেছেন, আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই লজ্জিত হই।