বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার ফর্মুলা ফাঁস করলেন হাসিনা
বিশেষ প্রতিনিধি : অবশেষে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার ফর্মুলা ফাঁস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানালেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ করা হবে এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এজন্য শিল্পে মূলধন ও সুদের ওপর ভর্তুকি দিচ্ছে সরকার।
দেশে গতিশীল শিল্পায়ন এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে মূলধনী বিনিয়োগের ওপর নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে উৎপাদিত পণ্যের উপর থেকে কর ও শুল্ক অব্যাহতি এবং চলতি মূলধনের সুদের ওপরও ভর্তুকি দিচ্ছে সরকার।’
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সংসদের কার্যক্রম শুরু হয়।
শেখ হাসিনা বলেন, উচ্চ অগ্রাধিকার, অগ্রাধিকার প্রাপ্ত খাত এবং রফতানি বাণিজ্যে তুলনামূলক অধিক অংশীদারিত্বের জন্য নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভস) ব্যবস্থাকে যুগোপযোগী করা হবে। বৈদেশিক বিনিয়োগের উপর অনির্দিষ্টকালের জন্য কর অব্যাহতি, তথ্য প্রযুক্তি সেবা থেকে ২০৪০ সাল পর্যন্ত কর মুক্ত সুবিধা, বিদ্যুৎ উৎপাদন ব্যবসার আয়ের ওপর ১৫ বছরের জন্য কর অব্যাহতি, ডেভেলপারদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গে ১০ বছর পর্যন্ত শতভাগ আয় কর অব্যাহতি, রাইস বার্ন ওয়েল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি এবং গভীর সমুদ্রবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গ্যাস পাইপ লাইন, হাইটেক পার্ক, তথ্য প্রযুক্তি খাত, মনোরেল, র্যাপিড ট্রানজিট, রিনিউয়্যাবল এনার্জিসহ অবকাঠামোখাতকে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে।
‘এ ছাড়া ওষুধ, ক্যামিকেল, বায়োটেকনোলজি, কম্পিউটার হার্ডওয়্যার, পেট্রো ক্যামিকেল, টেক্সাটাইল মেশিনারিজ, অটোমোবাইল, টায়ার, ফ্রুট প্রসেসিং, ইলেক্ট্রনিকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে একইভাবে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে যারা এইসব ব্যবসা আরম্ভ করতে পারবেন তারা এসব সুবিধা পাবেন,’ বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন উদ্যাক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করতে বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন তহবিল’ নামে একশ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের বিপরীতে শতভাগ পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়। নতুন উদ্যোক্তারা সহায়ক জামানতবিহীন ১০ লাখ টাকা এবং জামানত প্রদান সাপেক্ষে ২৫ লাখ টাকা ঋণ সহায়তা পেতে পারে।’
অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘একমাত্র আওয়ামী লীগই পারবে, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে।’