• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

বহু পুরুষের স্বপ্ন ভেঙ্গে চিত্রনায়িকা মাহির গায়ে হলুদ


প্রকাশিত: ৩:৪৫ পিএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৪৬ বার

সাইফুল বারী মাসুম   :   বহু পুরুসের স্বপ্ন ভেঙ্গে চিত্রনায়িকা মাহির গায়ে হলুদ  হয়ে গেল আজ 22322সকালে। মাহির সেই স্বপ্নের নায়ক অপু। অপুর জন্যই মাহি আজ গায়ে হলুদ দিলেন। খুবই সাদামাটা আর ঘরোয়াভাবে হয়ে গেলো চিত্রনায়িকা মাহির হলুদ অনুষ্ঠান।

333বুধবার (২৫ মে) সকালে উত্তরায় মাহির গায়ে হলুদে উপস্থিত ছিলেন কাছের বন্ধুরা।পারভেজ মাহমুদ অপু নামের একজনকে বিয়ে করছেন মাহি। সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা রয়েছে অপুর। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবেই এই বিয়ে হচ্ছে।
Magi galud-www.jatirkhantha.com.bd
বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান, পরে হলুদ ও আকদ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বরকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন জনপ্রিয় এই নায়িকা।