• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

বহু পুরুষ মাতিয়ে এবার বিয়ের পিড়িতে মাহি


প্রকাশিত: ১:৫৯ এএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২২৩ বার

111বিনোদন রিপোর্টার   :   বহু পুরুষ মাতিয়ে এবার বিয়ের পিড়িতে বসলেন মাহি।এবার আর গুঞ্জন নয় সত্যি সত্যি বিয়ে করলেন সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। পাত্র পারভেজ মোহাম্মদ অপু। মঙ্গলবার সন্ধ্যায় তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। মাহি বলেন, ‘হ্যাঁ, ঘটনা সত্যি। আজ আকদ হয়েছে। কাল (বুধবার) অনুষ্ঠান।’

222মাহির বর পারভেজ মোহাম্মদ অপু সিলেটের কদমতলীর সন্তান। মাহি জানান, তার বর ব্যবসা করেন। চার বছর হচ্ছে তাদের পরিচয়। তবে বিয়ের কথাবার্তা সম্প্রতি শুরু হয়।

555পরিবারের পছন্দে তাদের বিয়ে হয়েছে জানিয়ে মাহি বলেন, ‘দু’পরিবারের পছন্দ ও সিদ্ধান্তেই আমাদের বিয়েটা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষকেই জীবনে পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।’

555মাহি আরো জানান, রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বুধবার (২৫ মে) সন্ধ্যায় হবে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ওইসময় বরকে নিয়ে প্রকাশ্যে আসবেন এ নায়িকা।