বসিলা সিটি ডেভেলপার্স প্রজেক্টের অনুমোদন নাই
![](https://jatirkhantha.com.bd/wp-content/uploads/2023/08/Basila-city-.png)
স্টাফ রিপোর্টার : মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্স প্রজেক্টের অনুমোদন নাই বলে তা ভেঙ্গে দিয়েছে রাজউক। একই সঙ্গে ওই এলাকায় বেশ কয়েকটি নকশা বিহীন ভবন ভেঙ্গেছে রাজউক। রাজউক বলেছে, রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় বসিলা সিটি ডেভেলপার্স প্রজেক্টে রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বিহীন কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) বসিলা এলাকায় রাজউক নকশা ছাড়া ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কয়েকটি নকশা বিহীন ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। এছাড়াও কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলাসহ তিনটি ভবনের মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়।মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাস, রুপা খাতুনসহ রাজউকের অন্য কর্মকর্তারা।