• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বলিউডের হাওয়া-মমতাজের গানে নাচবেন রাখি সাওয়ান্ত


প্রকাশিত: ৬:৩৪ পিএম, ১২ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩১২ বার

বিনোদন রিপোর্টার   :   ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অনন্য 1মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের একটি আইটেম গানে নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এজন্য আগামী ২৩ জুন ঢাকায় আসবেন রাখি।এ তথ্য জানান নির্মাতা অনন্য মামুন।

2তিনি বলেন, ‘মমতাজের গাওয়া ‘ডিজিটাল প্রেম’ শিরোনামের একটি গানে নাচবেন রাখি সাওয়ান্ত। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন।’
3সিনেমার কাহিনী লিখেছেন বিলিয়ান বিপ্লব, সংলাপ রচয়িতা, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। দৃশ্যধারণ শুরু হবে ১৫ জুন থেকে। তবে রাখি সাওয়ান্ত শুটিংয়ে অংশ নেবেন ২৪ ও ২৫ জুন।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবিটিতে অভিনয় করছেন— বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সানজু জন, দীপালি আক্তার তানিয়া ও মিশা সওদাগর।